শুক্রবার সকাল ৮:১১, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই অক্টোবর, ২০২৪ ইং

রোজিনার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

৪৩৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তি ও তাকে আটকে রেখে নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশে করেন জেলা প্রেসক্লাব সভাপতিসহ সাংবাদিকরা।

এসময় নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মুক্তিকামী মানুষের কণ্ঠ রোধ করার যে পায়তারা চলছে তা সাংবাদিকরাই বন্ধ করবে। সমাজের সকল অসংগতি লেখনীর মধ্যমে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলি, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান।
প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি