রবিবার দুপুর ২:০৪, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

কবিতা || ক্ষমা || মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী

৬০৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

|| ক্ষমা ||

মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী।

হতাশার কাল মেঘে
ঢেকে গেছে হৃদয়াকাশ!
কবে ফোটবে দিনের আলো!
মুক্তিপাগল মানুষের লাগিবে ভালো।

বিশ্বময় নাজুক পরিস্থিতি
বাড়িয়ে দিয়েছে হতাশার স্হিতি।
চারিদিকে ত্রাহি ত্রাহি হাহাকার
বর্তমান চিত্র যেন নিকষ কালো অন্ধকার।

সমবয়সী আট-দশজন বন্ধুর প্রাণ
অকালেই ঝড়ে গেল বিগত সপ্তাহকাল।
আমারো সময় ঘনায়ে এসেছে
হয়তোবা মৃত্যুর মোহনায় মিলেছে।

জীবন প্রদীপ নিভে যাবে হায়,
নেকীর সওদা মোর কাছে নাই।
কবরে আমি কি নিয়ে যাই
সঙে নেবার রসদতো নাই।

সহজ করে দিও গো প্রভু,
কবরের সওয়াল জবাব।
আমি পাপি,দাওগো মাফি
তোমারি কাছে করুণা মাপি ।

গুণাহের বোঝা কাঁধে আমার বিস্তৃত আসমান
তোমার ক্ষমা তার চাইতেও বিশাল।
মিনতি করি,তুমি ক্ষমা দাও আমায়
তুৃমি অতি দয়ালু,মহাপরাক্রমশালী, পরওয়ারদিগার।

ক্ষমা করে দিও ,প্রিয় বন্ধু ,
আত্মীয় পরিচিত পরিজন
আমি ঋণী তোমাতে,শোধিত হয়নি ঋণ
যদি পাও কস্ট, যাতনা যত ওগো স্বজন।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি