ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার দোকানপাঠ সঠিকভাবে পরিচালনা বিষয়টি মনিটরিং করেন তিনি। সরকারি নির্দেশ অমান্য করায় ২ জন দোকানদারকে অর্থদন্ড প্রদান করা হয়। অপরদিকে শহরের বেশ কয়েকটি স্থানে মাস্কবিহীন চলাচল করায় ৭ জনকে অর্থদন্ড প্রদান করেন তিনি। এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]