ঠাকুরগাঁওয়ে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহনও।
বেলা বাড়ার সাথে সাথে শহর জুড়ে আরো কঠোর অবস্থানে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলাতেও ভোর রাত থেকেই কঠোর অবস্থানে ছিল প্রশাসন!শহরের বিভিন্ন পয়েন্টে ছিল জেলা পুলিশের নজরদারি এবং মনিটরিং টিম সহ বিভিন্ন টিম।
গন পরিবহন বন্ধ থাকার ঘোষণা দিলেও পেটের দায়ে সাইকেল চালিয়ে কাজের সন্ধানে দূরদূরান্ত থেকে ছুটে আসছে শ্রমিকরা। রিক্সা নিয়ে বের হয় অনেকেই, ফলে কোনো কোনো রিকশার সিট খুলে নিয়ে রাখা হয়।
সড়কের দেখা যায় অনেকে ঢাকা থেকে মাইক্রোবাস, হাইস, ও পিকাপ ভাড়া আসছে জেলা শহরে। শহর জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব ও মাক্স পরিধান মেনে চলায় তাৎপর্য ছিল প্রশাসনের দৃষ্টি চোখের আঙিনায়। অনেকের মাক্স না থাকায় দিতে হয়েছে তার মাশুল।
ঠাকুরগাঁও থেকে: জাহিরুল ইসলাম
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]