পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পৌর অডিটোরিয়াম হলে শুক্রবার সকালে ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সন্মেলন ও পুজা পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মোঃ ইমদাদুল হক,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু,ঠাকুরগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, পীরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়,ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পীরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায়,ঠাকুরগাঁও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার রায়,ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত,ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অতুল চন্দ্র রায়,সন্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায় সাবেক অধ্যক্ষ পীরগঞ্জ সরকারি কলেজ,সঞ্চালক প্রফুল্ল চন্দ্র শীল সাধারণ সম্পাদক পুজা উদযাপন পরিষদ পীরগঞ্জ ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে পীরগঞ্জ পৌরসভা সহ পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের কমিটির সন্মতিক্রমে দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতি পদে গোপাল চন্দ্র রায় ও বাদল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক পদে প্রফুল্ল চন্দ্র শীল ও বিনদ সরকার প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শেষে গোপন ব্যালট ভোটে পূর্বের সভাপতি গোপাল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীল পূনরায় নির্বাচিত হয়।নির্বাচনী ফলাফল শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]