মঙ্গলবার দুপুর ১২:৩২, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ

৩৪২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সারা দেশের ন্যায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে
ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনমনে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্ভুদ্ধকরণ র‌্যালী ও মাক্স বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মার্চ) ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগান কে ধারণ করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন করোনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও নিরাপদ থাকতে জনগণকে মাস্ক পরার অভ্যেস করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি