যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সরাইলে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত।
করোনার মহামারি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর করুনা চেয়ে মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত পালন করেছেন মুসলমানরা। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় শবে বরাতের মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা যার যার ঘরে ও উপজেলার প্রত্যেকটি মসজিদে এবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও মসজিদে মসজিদে ইবাদত করেছেন। কেউ কেউ বাসা বাড়িতে শবে বরাতের নফল এবাদত করছেন। কবর জিয়ারতের মাধ্যমে মৃতদের আত্মার মাগফেরাত কামনায় অনেকে কবরস্থানে ছুটেছেন। পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজ দোয়া এবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র শবে বরাত পালন করেছেন।
এশার নামাজের পর মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন সূর্যকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ নাসির উদ্দিন।
শেখ মোঃ ইব্রাহীম, সহ-সম্পাদক
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]