শনিবার রাত ১১:০৯, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

৪২৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব গ্রহন করেছেন। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে রোববার পৌরসভার সম্মেলন কক্ষে এ দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পন করেন। একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এতে বক্তব্য দেন বিদায়ী মেয়র ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব রাশেদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেনসহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলগণ।


এ সময় নব নির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোড়া হাতে দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানান। পরে পৌরসভা চত্ত্বরে সৃধিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন তাকে অভিনন্দন জানান।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি