মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশ দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বর্মন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী,বেলাল আহমেদ, প্রফেসর মনতোষ কুমার দে,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তহমিনা আখতার মোল্লা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রতিনিধি, সড়়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর পূর্বে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষেও এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস ২টি পালনের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]