রবিবার রাত ৮:৩৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে প্রাচীনকালের মুদ্রা উদ্ধার

৩৮৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে এক স্কুলশিক্ষকের বাড়ি সংস্কার করতে গিয়ে মাটির নিচ থেকে কলসিতে ১৪৩টি প্রাচীন মুদ্রা পাওয়া গেছে।

আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে এসব মুদ্রা পাওয়া যায়। তবে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে ওই শিক্ষকের বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করে পুলিশ বলে জানিয়েছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রূপা মিশ্রিত। ফারসি ও ইংরেজি লেখা রয়েছে মুদ্রার পিঠে।উদ্ধার করা মুদ্রা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেন ওসি।

এলাকাবাসীর বরাতে ওসি চিত্ত রঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ির বাথরুমের স্ল্যাব বসানোর জন্য মাটি খনন করছিলেন কয়েকজন শ্রমিক। খননের এক পর্যায়ে ঢাকনাযুক্ত একটি পিতলের কলস পান তারা। শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মন ওই কলস খুলে ভেতরে মুদ্রা দেখতে পান।পরে মুদ্রা ভরা পিতলের কলসটি স্কুলশিক্ষক কেশব চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করেন শ্রমিকরা।

শ্রমিক মহেন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটি খননের সময় ঢাকনাযুক্ত পিতলের কলসটি পাওয়া যায়। কলসের ভেতর অনেকগুলো প্রাচীণ মুদ্রা ছিল। সেটি স্কুলশিক্ষকের কাছে দেওয়া হয়েছে।“কলসটির ওজন কমপক্ষে ৩ থেকে ৪ কেজি ছিল।

ঠাকুরগাঁও থেকেঃ জাহিরুল ইসলাম  

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি