আজ বেলা ১১ টা ৩০ মিনিটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ময়মনসিংহ সদরের মহাকালী গার্লস স্কুল ও কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ একত্রিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তারা বলেন, গত এক বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
তাছাড়া শিক্ষাথেকে ঝরে পড়ছে অনেক ছাত্র-ছাত্রী। তারা বলেন সামাজিক বিধি-বিধান মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবিলম্বে খুলে দেওয়া হোক। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন পালিত হয়।
Some text
[sharethis-inline-buttons]