মাঠে-ঘাটে হাটে কোথাও যেন আর মানা নেই চলতে ফিরতে। নেই কোনো সামাজিক দূরত্ব বা করুণা বলতে কিছু আছে তা যেন কারো মনে নেই। অথচ কয়েক মাস আগেও করোনা আতঙ্কে সারাবিশ্ব প্রায় অচল হয়ে গিয়েছিল এখন ও উন্নত বিশ্বের সব জায়গায় সাবধানতা ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছ।
অথচ আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডাক্তারের চেম্বারের সামনে হাজারো লোকের ভিড়। লিফটের মধ্যে গাদাগাদি করে চলছে মানুষ। এর মধ্যে কেউ কেউ আবার বিভিন্ন সর্দি কাশি হাঁচি নিয়েও ঘোরাঘুরি করছে।এমতাবস্থায় হাসপাতালের নাম বলতে অনিচ্ছুক দায়িত্বরত একজন কর্মচারীকে জিজ্ঞেস করলে সে বলে, আমাদের এখানে এখন আর সামাজিক দূরত্বের বালাই নাই। ডাক্তার সাবেরা নিজেদের মধ্যে সর্তকতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে।
এই যদি হয় আমাদের স্বাস্থ্য সেবাকেন্দ্র গুলোর অবস্থা, তাহলে বুঝে নিন পাবলিক প্লেস যেমন ট্রেন-বাস বাজার এগুলোর কি অবস্থা। আসুন সবাই মিলে সর্তকতা অবলম্বন করি সামাজিক দূরত্ব বজায় রাখি নিজে বাঁচি অন্যকে সুরক্ষিত রাখি।
Some text
[sharethis-inline-buttons]