মঙ্গলবার সকাল ৭:২৫, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে নভেম্বর, ২০২৪ ইং

আসন্ন পৌর নির্বাচনে রাণীশংকৈলে একই মঞ্চে ১০ মেয়র

৪৬৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার পৌরসভা উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ‘একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠন পরিবর্তনের’ আয়োজনে এক মঞ্চে সকল পৌর মেয়র প্রার্থীদের সংঘটিত করা হয়েছে। রোববার (৩১জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক গোপেন নাথ বর্ম্মনের সভাপতিত্বে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা সকল মেয়র প্রার্থীরা এতে উপস্থিত থেকে তাদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে স্ব স্ব মত প্রকাশ করেন।

পরিবর্তন সংগঠনটির সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় প্রার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক কাতারে ১০ মেয়র প্রার্থী সংঘটিত হয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনকে ঘিরে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও ছিলেন।

সংগঠনটির সভাপতি রাশেদুজ্জামান রাশেদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী,অত্র সংগঠনের উপদেষ্টা এম.এস.রবিউল ইসলাম সবুজ চিকিৎসক আব্দুল্লাহ আল মুনিম।

একই মঞ্চে উপস্থিত প্রার্থীরা হলেন,আ’লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান মোস্তাক,বিএনপি মনোনীত মাহমুদুন নবী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন আলম,স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,পৌর আ’লীগের বহিস্কৃত সম্পাদক রফিউল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন,বহিস্কৃত আ’লীগ নেতা সাধন বসাক আফম রুকুনুল ইসলাম ডলার ও নির্দলীয় মেয়র প্রার্থী মোকাররম হোসাইন।

প্রার্থীদের ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকলেও এ পৌরসভাকে মাদক নির্মূল,ইভটিজিং মুক্ত,পরিচ্ছন্ন আধুনিক মডেল নগরী গড়ে তোলা এবং জনস্বার্থে হোল্ডিং কর কমানো,রাস্তাঘাট নির্মাণ,শিশু ও বিনোদন পার্ক নির্মাণ,শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন,চিকিৎসার মান উন্নতকরণ,প্রতিটি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করাসহ
বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন তারা।

উল্লেখ্য এ পৌরসভায় মোট ১২ জন মেয়র প্রার্থী, এদের মধ্যে আ’লীগের বিদ্রোহীসহ ৮ বিএনপির বিদ্রোহীসহ-২ জাতীয় পার্টি-১ ও স্বতন্ত্র প্রার্থী-১জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শত ২৪ জন।

প্রার্থীরা বলেন,যে দলের প্রার্থীই মেয়র নির্বাচিত হোক সম্মিলিতভাবে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। এ সময় পৌরশহরের শিক্ষক,মুক্তিযোদ্ধা,ডাক্তার, রাজনীতিবিদ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি