রবিবার দুপুর ১২:০৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

নৌকার প্রার্থীকে ঠাকুরগাঁও সদর ওয়ার্কার্স পার্টির সমর্থন

৪৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনজুমান আরা বন্যাকে দলীয় সমর্থন অনুমোদন করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত নয়’টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় পার্টির সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. ইমরান হোসেন চৌধুরী’র সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন, জেলা কমিটির সদস্য ও উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সিনিয়র সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট, বিশু মারডি, স্যামুয়েল মিন্জ, সুজন কুজুর প্রমুখ।

সভায় ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় কৃষক সমিতির সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এবং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক গোলাম সারোয়ার সম্রাটকে দায়িত্ব অর্পণ করা হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি