শনিবার রাত ৯:১৩, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিদায় দুই হাজার বিশ: রাইসুল ইসলাম শাতিল

৪৮৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিদায় দুই হাজার বিশ, বিদায় তব বিদায়,
তুমি আসবে একশত বছর পর আবার কোনো প্রভাত বেলায়।
শেষ এসেছিলে তুমি বিশ, তখন কবি নজরুল ছিল যুবক বয়সী।
রচনা করেছিলেন,শাতিল আরব,বিদ্রহী কবিতা আন্দোলনে মহীয়সী।

সে যুগ ছিল আলোড়ন সৃষ্টিকারী যত সব কবিদের,
রাজপথ কাপাঁছিল স্লোগানে দেশপ্রেমী রাজনীতিবিদদের।
বিশেই জন্মেছিলেন শেখ মুজিবুর রহমান।
সালাম জানাই মরহুম হে নেতা বর্ষীয়ান।
দুই হাজার বিশ তব দেখা পেলাম নতুন এক রুপে,
কাদিঁয়েছো বিশ্ববাসীকে দেখিয়ে লাসের স্তুপে।

হে বিশ আসবে আবার একশো বছর পর নতুন পটভূমিতে।
থাকিবোনা আমি আমরা অনেকে এই ধরাতে।
সবুজ শ্যামল বঙ্গে আল্লাহ করিও ততদিন রহমত বর্ষণ।
যতকাল বিশ্বের বুকে বাংলা করিবে গমন ।

Some text

ক্যাটাগরি: কবিতা, চিন্তা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি