মঙ্গলবার সকাল ৭:২০, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৯শে নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

৪১০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম একজন গৃহহীন ও ভুমিহীনের হাতে জমির দলিল তুলে দিয়ে একযোগে এ কার্যক্রমের সাথে মিলিত হন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশী,সহ-সভপাতি মাহাবুবুর রহমান খোকন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী সহ জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

এসময় ভূমিহীণ ও গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ৬৬ হাজার ১শ ৮৯ টি ঘর উদ্বোধন করেন।

এর মধ্যে প্রথম পর্যায়ে উদ্বোধনের জন্য ঠাকুরগাঁও জেলায় সর্বমোট ৭৯২টি ঘর প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৩৩৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি, এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি । এছাড়াও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ ১৭ টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান আছে বলে জানান জেলা প্রশাসক।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি