রবিবার সকাল ৭:৫০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

৪৩২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী এর আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড.মো: আব্দুল মজিদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

কনফারেন্সে অনুষ্ঠানে বক্তারা দ্রুত স্বল্পতম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিচার সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।

এছাড়া তিনি আরো বলেন, একটা অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে আসামীদের স্বল্পতম সময়ে আদালতে সোপর্দ করা এবং যৌক্তিক সময়ে অভিযোগ পত্র দাখিল করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আন্তরিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশের সদস্যরা।

কনফারেন্সে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি