শনিবার রাত ৮:৫৫, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে পৌর কাউন্সিলর প্রার্থীর হার্ট অ্যাটাকে মৃত্যু

৩৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও আসন্ন পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী ময়নুল ইসলাম(৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এবারে তিনি উঠপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছিলেন।

শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এ খবরটি নিশ্চিৎ করেন নিহতের বড় ছেলে মো: আজাদ ইসলাম।নিহত ময়নুল ইসলাম ওই ওয়ার্ডের শাহপাড়া মহল্লাহর মৃত মনির উদ্দীনের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রি, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

এদিকে কাউন্সিলর প্রার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেনা সমর্থকগণ। সেই সাথে ভোট হবে কি হবেনা এ নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা।এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারি রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম জানান, নির্বাচন কমিশন কে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। ওই ওয়ার্ডের শুধু মাত্র কাউন্সিলর পদে ভোট বাতিল করা হয়েছে।

পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় নতুন করে প্রসেসিং এর মধ্যদিয়ে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।

 

ঠাকুরগাঁও থেকেঃ জাহিরুল ইসলাম    

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি