শনিবার সন্ধ্যা ৬:০৬, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে মহিলা কল্যাণ ক্লাব কর্তৃক দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৫৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে মহিলা কল্যাণ ক্লাবের আয়োজনে হাড় কাঁপানো শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দেয়ার চেষ্টায় অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি)মহিলা কল্যাণ ক্লাবের সভানেত্রী নুসরাত জাহান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মানবিক জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম সহ জেলা প্রশাসনের পুরো টীম। এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহিলা কল্যাণ ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মহিলা কল্যাণ ক্লাবের সভানেত্রী নুসরাত জাহান বলেন, উত্তর জনপদের এ অঞ্চলের মানুষের হাড় কাঁপানো শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি মাত্র। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


পরে অতিথিরা দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি