শনিবার সন্ধ্যা ৭:৪৫, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত-১ আহত-১

৪৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তিমির বনিক, শ্রীমঙ্গলে থেকে:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের ধাক্বায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৫ টার সময় শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি, আহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ আজিজুল হক রাজন জানান, সার্ভিসকর্মীরা খবর পেয়ে দ্রুত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নিহত ব্যক্তিকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক বলেন, ভোরে শ্রীমঙ্গলের সকিনা পাম্পের সামনে ইস্পাহানি চা বাগানের কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিলো, পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি