শনিবার রাত ১০:৫৬, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

মালয়েশিয়ায় একব্যক্তির ৮০ হাজার রিংগিত জরিমানা

৪০৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ ২৪ ডিসেম্বর ২০২০ রোজ বুধবার সেপাং দায়রা আদালত ৬১ বছর বয়সী মালয়েশিয়ার একজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ / ৬৩ (সংশোধন ২০০২) এর অধীনে দ ৪ জন থাই নারী নিয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। থাই রিফ্লেক্সোলজি ম্যাসেজ সেন্টার, জালান পাসার বারু, পেকান সেমেনিয়াহ, সেলেঙ্গর দারুল এহসান।

দায়রা আদালতের বিচারক, তুয়ান তেনগ্কু শাহরিজম বিন তুয়ান লাহ প্রতিপক্ষের অপরাধ এবং সেইসাথে প্রসিকিউশন কর্তৃক দাখিল করা তথ্য ও প্রদর্শনী বিবেচনার পরে প্রতিটি শ্রমিকেরব জন্য ২০,০০০ রিংগিত জরিমানা এবং তিন মাসের জেল জারি করেছেন।

লি ইয়ং কিউ ম্যাসেজ সেন্টার পরিচালনা করেছেন এমন সুপারভাইজারকে ইন্টিগ্রেশন, স্পেশাল অপারেশনস অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ, পুত্রজায়া থেকে ইমিগ্রেশন অফিসারদের একটি দল ৩ডিসেম্বর, ২০১৮ এ গ্রেপ্তার করেছিল।

আসামির পক্ষে কাউন্সেল জন ফার্নান্দেজ ছিলেন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রসিকিউটিং অফিসার কসথুরি বাই ভেনুগোপাল মোহাম্মদ ফাদজিল শাহাবুদিন এবং রুয়েবেন রাজের সহায়তায় বিচার কার্যক্রম পরিচালনা করেন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি