আজ বিজয় দিবসের দিন। শাহাবাগ মোড়ে ফুট ওভারব্রিজে বসে ‘দেশ দর্শন’ পত্রিকার সম্পাদক জাকির মাহদিন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম। উনি আমাকে ফোনে জানায় উনার আসতে দেরি হবে। তাই ফুট ওভারব্রিজের সিঁড়িতে বসে চারপাশের মানুষগুলোকে দেখছিলাম। তাদের মাঝে ছিল আনন্দের বহিঃপ্রকাশ। অথচ বিশ্বের এ সংকটে প্রতিটি মানুষ হয়ে আছে এক একটি হতাশা উৎপাদনের কারখানা।
হঠাৎ আমার পেছন দিক থেকে ‘মেন্টাল ডিসঅর্ডার’ এক বয়স্ক লোক এসে জিজ্ঞেস করল, “তোর বউ কোথায়? বাপের বাড়ি!” জবাবে আমি উনাকে বলি,”বিয়ে করিনি।”
তিনি একটা হাসি দিয়ে আমায় জিজ্ঞেস করলেন,”খেয়েছিস?” বললাম,”না, খাইনি। টাকা নেই।” এরপর তিনি আস্তে আস্তে নিচে নেমে গেলেন।
দেখলাম মটর সাইকেল নিয়ে দাঁড়ানো এক লোক উনাকে দশটি টাকা দিল। কোথায় যেন মুহূর্তের মধ্যে লোকটি উধাও হয়ে গেল। আমি বসে ভাবছিলাম এভাবে খাবারের খোঁজ নেওয়ার মত মন মানসিকতা সুস্থ লোকের মাঝেও স্বার্থ ছাড়া দেখা যায় না। কিন্তু এ মেন্টাল ডিসঅর্ডার লোকটির তো কোনো স্বার্থ ছিল না। তবে কী তাঁর মাঝে মানবতার বিজয় ঘটেছে? যার কারণে অসহায়ের মতো বসে থাকা মানুষটির খোঁজ নিচ্ছে।
একটু পর একটি রুটি হাতে নিয়ে ফিরে এসে আমাকে বলল,”খাবি!” এবারও জবাবে আমি বললাম,”না।”
তিনি চলে গেলন। লোকটিকে খোঁজে বের করে কিছুকক্ষণ আলাপ করি। তিনি এ ফুট ওভারব্রিজেই থাকেন। এর মধ্যে জাকির মাহদিন ভাই ফোন দিলে তার সাথে কথা শেষ করে দ্রুত প্রস্থান করি। কিন্তু তার মানবিক আচরণটি আমাকে সারাদিন ভাবিয়েছে। মনে দাগ কেটেছে।
Some text
ক্যাটাগরি: আত্মজীবনী, সমকালীন ভাবনা
[sharethis-inline-buttons]