বুধবার সকাল ১১:২১, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

কমলগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি হতে চান যুবলীগ নেতা আনোয়ার হোসেন

৪৩১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রাজু দও স্টাফ রিপোর্টার।।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতিক পেতে চান মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। ইতো মধ্যে তিনি কমলগঞ্জ পৌর নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম গত রোববার ১২ ডিসেম্বর দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জমা দিয়েছেন। তাঁর সমর্থক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নানান মাধ্যমে আনোয়ার হোসেনের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। জানা যায়,কমলগঞ্জ পৌরসভার গত নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। হেভিওয়েট প্রার্থী হওয়ার পরেও দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এ ব্যাপারে স্থানীয় অনেকেই বলেন,আনোয়ার হোসেন কমলগঞ্জ পৌরসভায় মনোনয়ন প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন। তিনি দূর্দিনে দলের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছেন। তিনি কখনো দলের প্রশ্নে কারো সাথে আপোস করেন নাই। তিনি সর্বদা দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবার তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন বলে আমরা বিশ্বাস করি। আর তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে একটি মাদকমুক্ত উন্নত ও সমৃদ্ধ পৌরসভা গঠন করবেন বলেও আমরা প্রত্যাশা করছি। এ ব্যাপারে আনোয়ার হোসেন জানান,কমলগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত একটি আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত পৌরসভায় রূপান্তরিত করতে আমি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। গতবার দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবার বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা ও বিশ্বাস করছি। আর আমি জনগণের শাসক হতে চাই না,জনগণের সেবক হতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি