ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে সিলেটে ‘রাসূল প্রেমের নাশিদ মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাতিক্রমী এ প্রতিবাদের আয়োজন করে সিলেটের প্রথিতযশা ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইনভাইট নাশিদ ব্যান্ড।
১ নভেম্বর (রবিবার) বিকেলে সিলেট কোর্টপয়েন্টস্থ কালেক্টর মসজিদ প্রাঙ্গণে এ নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নাশীদ মাহফিলে রাসূলের শানে নাত পরিবেশন করেন ইনভাইট নাশিদ ব্যান্ডের শিল্পী শেখ এনামুল হক, আনওয়ারুল কারীম মুস্তাজাব, জুনেল মাসউদ, নাজিম কাওসার, ইমদাদুল হক কাওসার,শাকিল মাহমুদ ও যমযম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। এছাড়াও পরিবেশন করেন দর্শক সারিতে থাকা সাধারণ মানুষও।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারকাযুল হিদায়া সিলেটের আমীনুত তালীম মাওলানা আবদুর রহমান কফিল, মাওলানা বাহাউদ্দিন বাহার, শিল্পী আবদুর রহমান আল আজাদ প্রমুখ
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]