শনিবার সন্ধ্যা ৬:৪৮, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

৪৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সুমন মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের বড়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত সুমন মিয়া নোয়াখালী জেলা এলাকার লক্ষ্নীপুর গ্রামের মনির মিয়ার পুত্র। পেশায় একজন শ্রমিক। সে পাকশিমুল গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে ওই গ্রামেই বসবাস করে শ্রমিকের কাজ করতো।

জানা যায়, সোমবার দুপুরে সুমন মিয়া পাকশিমুল গ্রামের রমজান আলীর বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করতে যায়। গাছটির পাশে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেখ মোঃ ইব্রাহীম: সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি