রবিবার রাত ১২:১০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

প্রগতি যুব সংস্থার উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ কিশোরগঞ্জে

৫১৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দ্বিতীয় দফায় করোনাভাইরাস আগমন বার্তায় গতকাল শুক্রবার বিকেল ৪টায় সচেতনতার প্রচার শুরু করে কিশোরগঞ্জ সদর খিলপাড়া বাজারে “প্রগতি যুব সংস্থার” উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। যুবাদের এই উদ্যোগে বিমোহিত এলাকার আমজনতা।

ফ্রী মাস্ক দেওয়া হয় বাজার ও এলাকাজুড়ে । মাস্ক দেওয়ার সঙ্গে সঙ্গে সচেতন হওয়ার জন্য সকল পেশাদার মানুষদের কে অনুরোধ করা হয়।

শীতকালীন দ্বিতীয় দফায় মহামারী করোনাভাইরাস আগমনী বার্তায় নিজ এলাকা ও দেশকে বাঁচাতে ভাইরাস মুক্ত দেশ গড়তে, “প্রগতি যুব সংস্থার” সচেতনতার প্রচার প্রচারণার এই উদ্যোগ।

মাস্ক বিহীন মানুষকে নিজ হাতে মাস্ক পড়িয়ে মহামারী করোনাভাইরাস এর সচেতনতার জানান দেন প্রগতি যুব সংস্থার সকল সদস্য।

এই সময় এলাকার মেম্বার ও বিশিষ্ট ব্যাবসায়ীগন ও কিশোরগঞ্জের গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রগতি যুব সংস্থার সকল সদস্যাকে স্বাগতম ও শুভেচ্ছা জানান। “সচেতনতা বৃদ্ধি করি, করোনা মুক্ত দেশ গড়ি”

মাহমুদ নাঈম: কিশোরগঞ্জ থেকে

Some text

ক্যাটাগরি: সমাজসেবা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি