নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয় ঠাকুরগাঁওয়ে। শনিবার জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এবারের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।
জেলা সমবায় কার্যালয় ও ঠাকুরগাঁওয়ের সমবায়ীবৃন্দের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লি: এর সভাপতি দেবাশীষ দত্ত সমীর, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, সমবায়ী চন্দনা ঘোষ, রাজকুমার, রেজাউল করিম, জামাল উদ্দিন প্রমুখ।
শেষে করোনাকালীন সময়ে যে সকল সমবায় সমিতি অসহায়দের পাশে দাড়িয়েছিল তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]