রবিবার বিকাল ৫:৩৬, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

তনন হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল: দ্রুত গ্রেফতার দাবি

৫২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে এক শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে আজ সকাল দশটায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মোড় থেকে শোক মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়। পরে এখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণ এর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চেতনায় স্বদেশ গ্রণন্থাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমির হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির যুগ্মসাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু,

দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, জেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর সভাপতি শামীম আহমেদ, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, সাহিত্য একাডেমির সদস্য জামিনুর রহমান, কবি পঙ্কজ দেব, কবি গাজী তানভির আহমেদ, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপন, প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহাদ, তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন, বিক্ষুদ্ধ সংস্কৃতি সমাজের যুগ্ন আহবায়ক এরফানুল হক সুজন, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি সোহান মাহমুদ, বাগান বিলাসী সংগঠনের সমন্বয়ক আশিকুল ইসলাম আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, সাংবাদিক খায়রুল হোসেন, আহসানুল রিপন, কবি নাজিউর রহমান প্রমুখ।

সভায় বক্তাগণ তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মীরা সমাজের ভালোর পক্ষে, ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে, কল্যাণ এর পক্ষে কাজ করেন। কবিরা দেশ এবং জাতিকে আলোর পথ দেখান। তাই কবি হত্যা করা, কবির কণ্ঠরোধ করা মানে দেশের আলোকে নিভিয়ে দেওয়া। দেশের কল্যাণের পথকে রুদ্ধ করে দেওয়া। বক্তরা মোনাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে জোড় দাবি জানান। প্রয়োজনে অন্দোলন কর্মসূচিকে আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।

উল্লেখ্য গত ৯ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের বেধড়ক আঘাতে খুন করা হয় তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননকে। সে আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ শিব্বির আহমেদ এর বড় ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষবর্ষের ছাত্র ছিলো।

প্রতিবেদক: মনিরুল ইসলাম শ্রাবণ

আহ্বায়ক, বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়া

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি