রবিবার দুপুর ১:৫৭, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

জাতীয় পাঠাগার আন্দোলন কিশোরগঞ্জ

৫৩৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

“বই পড়ি, পাঠাগার গড়ি” এই স্লোগান নিয়ে কিশোরগঞ্জ জেলার  প্রতিটি গ্রামে অন্তত একটি ক‌রে পাঠাগার তৈরির লক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় পাঠাগার আন্দোলন। এটি একটি বেসরকারী প্রতিষ্ঠান।

এরই মধ্যে নূর সাইফুল্লাহ আদর এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় তৈরি হয়েছে একটি স্বেচ্ছাসেবক দল, যাদের কাজ হচ্ছে পাঠাগার তৈরিতে মানুষকে উৎসাহিত করা। যাদের শ্রমে এগিয়ে যাচ্ছে এই সংগঠন তারা হলেন- সুমাইয়া জাহান তুলী, অন্তর, রুপন্তি রহমান, তৌহিদ, মারিয়া আক্তার মীম, নূসরাত জাহান জেবিন, কাইফা আক্তার, তৌহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, অর্নব নূর, আরমান হোসেন বাবু, ফারজানা আক্তার তৃপ্তি, জুবায়ের আহমেদ, বিখ্যাত কবি নাঈম ইসলাম প্রমুখ।  কিশোরগঞ্জ জেলাতে ইতিমধ্যে তিনটি পাঠাগার এই আন্দোলন এর সনদ এর জন্য প্রস্তুত রয়েছে।

এগুলো হলো আলোক পাঠাগার , মোহাম্মাদীয়া পাঠাগার এবং নাঈম ইসলাম এর পাঠাগার যার নাম নির্ধারন করা হয়নি ।

খুব তাড়াতা‌ড়ি এই আন্দোলন একটি প্রোগ্রাম এর মাধ্যমে বেশ কিছু পাঠাগারকে অনুমোদন দিবে। যদি আপনার পাঠাগারকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত  করতে চান তবে যোগাযোগ করুন আমাদের সাথে।

নূর সাইফুল্লাহ আদর: 01703-388288

 

Some text

ক্যাটাগরি: সমকালীন ভাবনা, সমাজসেবা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি