শনিবার রাত ১০:২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা: হেমন্তে…

৪৩৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
হেমন্তে…
মোঃ মতিউর রহমান
“”””””””””””””””””””””””””””
হেমন্তে
ভোর রাতে কুয়াশা চাদর
দূর্বা ঘাসে শিশির আদর
ঝলমলে আলো
সুনীল আকাশ।
হেমন্তে
উত্তরের হিম হিম হাওয়া
প্রকৃতির অঙ্গে আলতো ছোয়া
শিহরণ জাগে
শিহরিত চারপাশ।
হেমন্তে
পত্রপল্লবের যবনিকাপাত
অঝোরে ঝরাবে দিনরাত।
মরা পাতার দীর্ঘশ্বাস,
শীতের পূর্বাভাস।
হেমন্তে
কৃষকেরা নিতি মাঠে মাঠে
মগ্ন কাস্তে নিয়ে হাতে।
গলা ছেড়ে গান,
কাটে সোনা ধান।
হেমন্তে
ছড়া ছড়া সোনা ধানের শিষে
সুরভি মাখা বাতাস মিশে।
মৌ মৌ মিষ্টি ঘ্রাণ,
হয় পুলকিত প্রাণ।
হেমন্তে
পত্রপল্লবের যবনিকাপাত
অঝোরে ঝরাবে দিনরাত।
মরা পাতার দীর্ঘশ্বাস,
শীতের পূর্বাভাস।
হেমন্তে
উঠানে উঠানে সোনা ধান
কৃষকের ক্লান্তি করে ম্লান।
শিরনি, ফিরনি, পলান্ন,
পাড়ায় পাড়ায় নবান্ন।
হেমন্তে
শিউলি, কামিনী, হিমঝুরি
বকফুলও আছে ভুরি ভুরি।
বনবাদাড়ে নয়ন কাড়ে,
নাম না জানা ফুল বন্য।
হেমন্তে
পত্রপল্লবের যবনিকাপাত
অঝোরে ঝরাবে দিনরাত।
মরা পাতার দীর্ঘশ্বাস,
শীতের পূর্বাভাস।
হেমন্তে
মেলায় মুড়ি, ময়া, লাঠিখেলা,
শখের চুড়ি, হাঁড়ি, নাগরদোলা।
বাপের বাড়ি নাইওর,
জামাইয়ের সমাদর।
হেমন্তে
মন ভরে যায় রোজ মিষ্টি রোদে
পিঠা পুলিও খাই নানান পদে।
হেমন্ত ঐশ্বর্যে উদার,
অনন্য প্রকৃতির উপহার।
হেমন্তে
পত্রপল্লবের যবনিকাপাত
অঝোরে ঝরাবে দিনরাত।
মরা পাতার দীর্ঘশ্বাস,
শীতের পূর্বাভাস।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি