সোমবার সকাল ৬:২১, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই নভেম্বর, ২০২৪ ইং

শারদীয় দুর্গাপূজা উদযাপনে ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

৪৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে আসন্ন দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঠাকুরগাঁও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগঁওা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায় প্রমুখ।

সভায় জানানো হয়, জেলায় এ বছর মোট ৪৬০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৮টি। এ বছর করোনা ভাইরাসের কারনে আলোকসজ্জ্বা ও প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে অঞ্জলি প্রদান ও প্রতিমা দেখার সিদ্ধান্তও নেওয়া হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি