রবিবার রাত ৮:২২, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিচার বিভাগের কাজ হচ্ছে সরকারের হুকুম পালন- মির্জা ফখরুল

৩৭৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগের পায়ের তলার মাটি সরে গেছে এটা তারা ভালো করেই জানে । আওয়ামীলীগের বড় বড় মাথারা বলে দেশে বিএনপি বলে কিছু নেই। অথচ তারাই সারাক্ষণ কথায় কথায় বিএনপির সমালোচনা করে জনমনে টিকিয়ে রেখেছে বিএনপিকে। বিএনপির কথা ছাড়া আওয়ামী লীগের নেতাদের মুখে কোন কথা বের হয়না। কারন তারা জানে বিএনপিই একমাত্র শক্তি যারা জনগণকে সঙ্গে নিয়ে অপকর্মের প্রতিবাদ করতে পারে।

গতকাল বুধবার সকালে তিনি ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। ফখরুল আরো বলেন,বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। তারা “হোল ইয়ার আরজেন্ট দ্যা কপ” হয়ে যায় অনেক সময়। আবারো অনেক সময় দেখা যায় পুলিশের থেকেও বড় ভূমিকা পালন করে।

মির্জা ফখরুল ১৯৭১-৭৫ সময়কালীন সরকারের পটভূমি তুলে ধরে বলেন,তখন আওয়ামী লীগের নেতাদের কাছে যাওয়া যেতো,বিচার পাওয়া যেতো। কিন্তু এখন এমন রাজনৈতিক সংস্কৃতি তারা প্রতিষ্ঠা করেছে এখন আর কারো যায়না,বিচারও পাওয়া যায় না। ধর্ষণবিরোধী আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধর্ষণ প্রতিরোধে সরকার বিভিন্ন ভূমিকার কথা বললেও সেগুলি কোথায়?

তিনি আরো বলেন, ধর্ষণ বিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারাদেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা মারধর করছে । এটা কোন সরকারের কর্মকান্ড হতে পারে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা ।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি