রবিবার সকাল ৯:০৩, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ধর্ষণ মামলায় ঠাকুরগাঁওয়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

৩৭৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম (৪৬) নামের এক জনকে ঠাকুরগাঁওয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার এ রায় প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের আমিরুল ইসলামের স্বামী পরিত্যাক্তা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বাসায় একাধিকবার ধর্ষণ করে। কিছুদিন পরে সে ৭ মাসের অন্তঃস্বত্ত্বা হলে রফিকুল বিয়ের শর্ত ভঙ্গ করে।

এরপর ২০০৭ সালের নভেম্বরের ২৯ তারিখে ওই অন্তঃস্বত্ত্বা বাদি হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল এ মামলার রায় হয় বিচারিক আদালতে।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি