রবিবার বিকাল ৩:৩৬, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

আত্মকথন: নূর সাইফুল্লাহ আদর

৫৭৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রোমান্টিকতা ছাড়িয়ে ঐ দূরে যদি তাকাও দেখতে পাবে

আমি তোমার অপেক্ষাতেই আছি
অপেক্ষাতেই থাকবো চিরকাল।।

নীলিমার সৌরভ উপেক্ষা করে পিছন ফিরে যদি একবার তাকাও তবে দেখতে পাবে
আমি হারাইনি কোনো মরিচীকার মাঝে।।

একরাশ আরামের চাদরথেকে উকিঁ দিয়ে যদি বাহিরে দেখো

তবে দেখতে পাবে আমি বিদ্ধস্থ অবস্থায়

পথের মাঝে পড়ে আছি একরাশ হতাশা নিয়ে।।

ঠান্ডা বাতাসের চলন জড় থেকে উকিঁদিয়ে দিগন্তর পাণে তাকালে

আমায় তুমি দেখবেই এটা চিরন্তন সত্য যা পরিবর্তনশীল।।

আরাম কেদারায় বসে নিমুজ্জিত চিন্তায় তুমি আমার কথা ভাবো
কিন্তু আমার কাছে আসো না ।।

কবিতায় তুমি আমার কথা বলেই পাতা পূর্ন করো কিন্তু আমায় ভালোবাসো না ।।

ভাষনে আমাকে নিয়ে তান্ডবনৃত্য করে লোক মাতাও

সেই তুমিই আমাকে তাচ্ছিল্ল করে ফেলে যাও।।

আমি পথশিশু, আমি অনাহারী, আমি বাস্তুচুত

আমি আজ বেঁচে থেকেও সবার কাছেই মৃত।

Some text

ক্যাটাগরি: চিন্তা, সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি