শুক্রবার রাত ২:৩৩, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

সিলেটে আলোচিত রায়হান হত্যার প্রতিবাদে আলেমদের মানববন্ধন

৪৭১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

সিলেট কোতোয়ালী থানা পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের মাধ্যমে রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে সিলেট নগরীর কোর্টপয়েন্টে আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) মানববন্ধন করে সিলেটের সচেতন আলেম সমাজ। মাওলানা লুকমান হাকিম, মাওলানা আহমদ যাকারিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের সচেতন আলেম সমাজের সমন্বয়ক মাওলানা মীম সুফিয়ান।

মীম সুফিয়ান তাঁর স্বাগত বক্তব্যে রায়হান হত্যার ন্যায্য বিচারের জন্য সিলেটের সচেতন আলেম সমাজের পক্ষ থেকে সাত দফা প্রস্তাবনা পেশ করেন। সাত দফা প্রস্তাবনা হলো :

১। রায়হানের হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও রিমান্ড গ্রহণ।

২। রায়হানের হত্যাকাণ্ডের বিচারের তদন্তকার্য পিবিআই অথবা র‌্যাবের হাতে হস্তান্তর করা।

৩। সময় ক্ষেপণ না করে খুনিদের দ্রুত বিচার করা।

৪। রায়হানের স্ত্রী-সন্তানকে সরকারিভাবে সন্তুষজনক আর্থিক অনুদান প্রদান করা।

৫। রায়হানের সন্তানের ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহন করা।

৬। সিলেটের প্রত্যেক থানার প্রত্যেকটি কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা।

৭। রায়হান হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধামাচাপার মাধ্যমে বাঁচাতে চেষ্টা করলে কঠোর আন্দোলনের কর্মসূচি প্রদান করা। প্রয়োজনে সিলেটের আপামর জনতাকে সাথে নিয়ে পুরো সিলেট অচল করে দেয়া।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ সগীর, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা তাজুল ইসলাম হাসান, আঞ্জুমান সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মনজুরে মাওলা, ব্যবসায়ী মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, সাংবাদিক রেজাউল হক ডালিম, লেখক সাদিকুর রাহমান, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মনসুর, ব্যবসায়ী মাওলানা এনামুল হক, মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাওলানা সাইফ রাহমান, সাংবাদিক খালেদ চৌধুরী মুন্না, মুফতি আবু সাঈদ উমর, সংস্কৃতিকর্মী সুফিয়ান বিন এনাম, নুরুল ইসলাম নুর, মুহাদ্দিস মাওলানা ইয়াকুব হুসাইন জাকির, আইনজীবী আব্দুল মুমিন, মাওলানা মরতুজা আহমদ, ব্যবসায়ী মাওলানা খায়রুজ্জামান ও মাওলানা আবুবকর জামাল।

এ সময় নিহত রায়হানের মামা রুহেল আহমদের হৃদয়বিদারক বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে আবেগাপ্লুত দৃশ্যের অবতারণা ঘটে। মানববন্ধনের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফিজ মাহদি হামজা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি