সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি বাজার চত্বরে বুধবার (৯ সেপ্টেম্বর) বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান।
পানিশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এস আই গৌতম চন্দ্র দে, এ,এস আই দীলিপ কুমার নাথসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের ব্যক্তিবর্গগণ। পুলিশী সেবা সহজীকরণ, নাগরিকদের সময়ের সাশ্রয়, সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানের দূরত্ব কমিয়ে একটি অধিকতর জনবান্ধব পুলিশের প্রত্যয়ে ইতিমধ্যেই দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে ।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই সভায় তিনি মাদক, ইভটিজিং, জঙ্গী, দাঙ্গা, বাল্য বিবাহ সহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
শেখ মোঃ ইব্রাহীম
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]