ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২সেপ্টেম্বর) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম। সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম ও সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামছুল আলম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে এ্যাসিসটিভ ডিভাইস হুইল চেয়ার প্রদান করা হয়।
শেখ মোঃ ইব্রাহীম: জ্যেষ্ঠ প্রতিবেদক
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]