শরৎ এলো নদীর তীরে
শরৎ এলো একটু দূরে।
শরৎ রাণীর মুগ্ধ কেশ
শরৎ দেখতে যাবো বেশ।
শরৎ আকাশে শুভ্র ভেলা
শরৎ দুপুরে কাশের খেলা।
শরৎ দুপুরে জাঁকালো বিল
শরৎ আকাশে উড়ে চিল।
শরৎ গানে খুশির বীণ
শরৎ রঙে সোনালি দিন।
শরৎ রাতে বৃষ্টি আভাস
শরৎ কালে শুভ্র কাশ।
শরৎ সকালে পাখির বাস
শরৎ বিকেলে পাতি হাস।
শরৎ কাল দেখতে রেশ
শরৎ রূপে বিচিত্র স্বদেশ।
শরৎকাল : মাহমুদ নাঈম
Some text
[sharethis-inline-buttons]