সোমবার রাত ১২:২৯, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

ভাঙা পানপাত্র দিয়ে পানি পান করা সুস্থ রুচির পরিচায়ক নয়

৫১২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পানি রব্বুল আলামীনের নেয়ামতসমূহের অন্যতম একটি নেয়ামত।গ্রাম- গঞ্জের মানুষ হয়ত এর কদর বুঝেনা কিন্তু শহরের মানুষ হাড়ে হাড়ে টের পায় বিশুদ্ধ পানির সংকটের।গ্রাম থেকে কোন কাজে শহরের গেলেই পানি আর ফ্রিতে মিলেনা।কিনে পানি পান করতে হয়।
সুস্থ জীবন -যাপন করার জন্য মানুষের যেমন খাদ্যের প্রয়োজন তেমনি দরকার পানির।মানুষ সবসময় পানি পান করেনা বরং যখন পিপাসা লাগে তখনই পানি পানি পান করে।তাই সাধ্যানুসারে একটি ভালো পানপাত্রের ব্যবস্থা করে রাখা উচিত।
পানপাত্রের ভাঙা জায়গায় মুখ লাগিয়ে পানি পান করা মাকরুহ কয়েকটি কারণে,
১.পানি পতিত হওয়ার আশংকা।
২.মুখ কেটে যাওয়ার আশংকা।
৩.ভাঙা স্থানে ময়লা জমে থাকে।
৪. এটি সুস্থ রুচির পরিচায়ক নয়।
তাছাড়া এ মর্মে হাদিসশাস্ত্রের একাধিক কিতাবে ও হাদিস বর্ণিত হয়েছে,

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ مِنْ ثُلْمَةِ الْقَدَحِ وَأَنْ يُنْفَخَ فِي الشَّرَابِ ‏.‏
[আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার ছিদ্র দিয়ে পান করতে এবং পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন।
সুনানে আবু দাউদ হাদিস নং ৩৬৮০
মুসনাদে আহমদ হাদিস নং ১১৭৭৭
সহীহ ইবনে হিব্বান ৫৩১৫
আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন। আমীন।

আব্দুল্লাহ ইদরীস: লেখক, সংবাদকর্মী

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি