নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অওতায় ঠাকুরগাঁও পৌরসভার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে পৌরশহরের ঘোষপাড়ার বদিউলের মোড় থেকে সেনুয়া বাজার পর্যন্ত ৬শ ৫০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ কাজের ব্যায় ধারা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা।
নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, পৌর সচিব রাশেদুজ্জামান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ও নাজিরা আক্তার স্বপ্না ও ঠিকাদার মুরাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অন্যান্য রাস্তা গুলি হল- আর্ট গ্যালারি হতে শাহাপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ১২শ ৫০ মিটার, মুন্সিপাড়া মসজিদ হতে আশ্রমপাড়া শিশু পার্ক পর্যন্ত ৭শ ১৫ মিটার, বঙ্গবন্ধু সড়ক হতে টিএন্ডটি হয়ে হ্যাডস এর মোড় পযর্ডন্ত ৩শ মিটার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে বসিরপাড়া খাজা নার্সারী পর্যন্ত ৩শ ৫০ মিটার রাস্তা।
এ প্রকল্পের আওতায় মোট ২ কোটি ৬২ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে পৌরসভার মোট সোয়া তিন কিলোমিটার সড়ক নির্মান কাজ করা হবে । বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২১ সালের এপ্রিলে। এটি নির্মান কাজ শেষ হলে এ পৌরসভার দেড় লাখ মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করবে।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]