শনিবার বিকাল ৫:৩৮, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

নার্সকে উত্যক্ত করায় ঠাকুরগাঁওয়ে যুবক কারাগারে

৪৭০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্ত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন।

এ সময় জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের হাসান আলীর ছেলে আজিজুর রহমানকে (৩০) আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হাসপাতালের নার্সকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার কথা স্বীকার করেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, আজিজুর রহমানের সাথে ওই নার্সের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র সেই নার্সের বিয়ে হওয়ায় তাকে লাগাতার উত্ত্যক্ত করে যাচ্ছিল আজিজুর রহমান। একইভাবে আজকেও তাকে উত্ত্যক্ত করার সময় এই যুবককে আটক করা হয়।

এদিকে ভবিষ্যতে এ ধরণের অপরাধমূলক কর্মকান্ড এড়াতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোঃ জাহিরুল ইসলাম: ঠাকুরগাঁও থেকে 

 

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি