রবিবার সকাল ১১:১৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

সিলেট জেলা প্রজন্ম ’৭১ এর দু’টি উপজেলা কমিটি ঘোষণা

৫৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ সিলেট জেলা শাখার আওতাধীন দু’টি উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা দুটি হলো বিয়ানীবাজার ও কানাইঘাট।

২২আগস্ট (শনিবার) সন্ধ্যায় সিলেটের অভিজাত এক রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের নির্বাহী কমিটির এক সভা থেকে থেকে কমিটি দুটি ঘোষণা করেন প্রজন্ম ৭১’ সিলেট জেলা শাখার সভাপতি ফাহিম আহমদ ও সাধারণ সম্পাদক জামাল আহমদ।

বিয়ানীবাজার উপজেলায় লিমন আহমদকে আহ্বায়ক ও এমরান আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য ও কানানাইঘাট উপজেলায় আবুল হারিসকে আহ্বায়ক ও মো: সুফিয়ান আহমদ সুফিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত আহ্বায়ক কমিটি দু’টি আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন জেলার নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক জিয়া স্বাক্ষরিত প্রজন্ম ৭১’এর প্যাডে ফাহিম আহমদকে সভাপতি, জামাল আহমদকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীন রাহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট সিলেট জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।


Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি