রাস্তা থাকলেও যাতায়াত করা যাচ্ছে না,
জনগণের দূর্ভোগ প্রতি দিবানিশি।
দেখার কেন কেউ নেই বুজি,
পার হবো কেমনে কেউ আছো কি।।
পীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিল,
নাম হলো তার বুড়াবিল।
শতশত একর জমি পরে বর্ষাতে,
পানি নিষ্কাশন ক্যানাল না থাকাতে।।
দেশ জাতির উন্নয়নে যারা,
কোথায় জানি আছেন তারা।
উন্নয়নের জোয়ারে বইছে ধারা,
বুড়াবিলের কৃষক সর্বহারা।।
কতযুগ পেরিয়ে গেল,
কতজন ওয়াদা দিলো।
আমি এবার হইলে রাস্তাঘাট করে দিব,
আজো কেনাল নাহি হলো।
লেখক: গীতি গমন চন্দ্র রায়
Some text
ক্যাটাগরি: কবিতা, দর্শন, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]