রবিবার বিকাল ৪:১৬, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

ফোন/চিঠির শেষে আল্লাহ হাফেজ খোদা হাফেজ বলার শরয়ী বিধান

৪৮৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ফোন বা চিঠির শেষে সালাম প্রদান করা সুন্নত। সালাম দেওয়ার পর যদি আল্লাহ হাফেজ বলে তাহলে কোনো সমস্যা নেই।
কিন্তু আফসোসের বিষয় এই যে, আমাদের সমাজে একটি বিষয় লক্ষ্য করা যায়, মানুষ ফোনে বা চিঠিতে কথা শেষ করে আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ বলে। সালাম আদান প্রদান করেনা।

সুতরাং এমন রীতিনীতি পরিহার করা আবশ্যক। সালামের প্রচার -প্রসার করা প্রয়োযন।কারণ সালাম একটি জান্নাতী আমল।
দেখুন
১.
عَنْ قَتَادَةَ قَالَ: قَالَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوا عَلٰى أَهْلِه وَإِذَا خَرَجْتُمْ فَأَوْدِعُوْا أَهْلَه بِسَلَامٍ
কতাদাহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন গৃহবাসীকে সালাম দেবে। আর যখন ঘর থেকে বের হবে, তখন গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় গ্রহণ করবে। আলমুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক – হাদিস নং ১৯৪৫০

শুআবুল ঈমান হাদিস নং ৮৮৪৫
২.
عَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:إِذَا انْتَهٰى أَحَدُكُمْ إِلٰى مَجْلِسٍ فَلْيُسَلِّمْ فَإِنْ بَدَا لَه أَنْ يَجْلِسَ فَلْيَجْلِسْ ثُمَّ إِذَا قَامَ فَلْيُسَلِّمْ فَلَيْسَتِ الْأُولٰى بِأَحَقَّ مِنَ الْاٰخِرَةِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন মাজলিসে পৌঁছে, সে যেন সালাম করে। অতঃপর যদি বসার প্রয়োজন হয়, তবে বসে পড়বে। অতঃপর যখন প্রস্থানের উদ্দেশে দাঁড়াবে সালাম দেবে। কেননা প্রথমবারের সালাম দ্বিতীয়বারের সালামের চেয়ে উত্তম নয় (অর্থাৎ- উভয় সালামই মর্যাদার দিক দিয়ে সমান)।
জামে তিরমিজি হাদিস নং ২৭০৬

সুনানে আবু দাউদ হাদিস নং ৫২০৮
৩.
إذا كان جالسامع قوم ثم قام ليفارقهم فالسنة أن يسلم
কোন মজলিসে বসা থাকলে অতঃপর চলে যাওয়ার জন্য দাড়িয়ে গেলে সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে যাওয়া।
আলমাওসুআতুল ফিকহীয়্যাহ -২৫.১৭২
৪.আহসানুল ফাতাওয়া ১. ৩৮৫
৫. কিতাবুন নাওয়াযেল ১৫.২৪৫
—————
আব্দুল্লাহ ইদরীস
সহকারী শিক্ষা সচিব জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি