আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে যে, ফিতা কেটে দোকান, ঘর বা কোন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এটা অমুসলিমদের রীতিনীতি। তাই এমন রীতিনীতি পরিহার করা আবশ্যক।
দেখুনঃ
১.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ” .
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন কাওমের (সম্প্রদায়ের) অনুসরণ-অনুকরন করবে, সে তাদের দলভুক্ত হবে
সুনানে আবু দাউদ হাদিস নং ৩৯৮৯
জামে তিরমিজি হাদিস নং ২৬৯৫
২.কিতাবুন নাওয়াযেল – ১.৬৮৫-৮৬
আব্দুল্লাহ ইদরীস: সহকারী শিক্ষা সচিব,
জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]