রবিবার বিকাল ৩:৪০, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

পিতৃহন্তা বাঙালি (কবিত)

৩৫৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পট্টিকের থেকে যোজন অপেক্ষা
হাজার বছরের অন্তিম প্রতীক্ষা।
স্বাধীনতার নির্মোহ মন্ত্র পাঠে
পরাধীন পিঞ্জরের শিকল টুটে,
ধরে আনলো সোনার পাখি
পাখির চোঁখে আকাশ দেখি।

১৭৫৭ সালের পলাশীর পর
কেউ রাখেনি বাঙালির খবর।
১৯২০ সালের ১৭ মার্চ সন্ধ্যার পর
রবিবারে জন্ম নিলেন শেখ মুজিবুর।
শোষণ লাঞ্ছনা বঞ্চনার যত ব্যথা
ভুলিয়ে দিলো শেখ মুজিবের কথা।

শিমুল পলাশ রক্ত লাল
ভাঙ্গা তরীতে উঠিল পাল
মুজিব ধরল দেশের হাল।
রক্তে রাঙা খোকার গাল
হাসুর পিতার পাঞ্জাবি লাল
কাঁদে দেশ, হাসে দালাল।

ভোরের সূর্যে রক্ত লাল
প্রভাত রাঙায় রক্ত লাল
লাল লালিমায় রক্ত লাল।
গোলাপ জবা রক্ত লাল
পিতার বুকের রক্ত লাল
লাল গালিচা লালে লাল।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট
শুক্রবার দিন ফজরের পর
রক্ত বৃষ্টি নামে বত্রিশ নম্বর।
সোনার বাংলায় ধরে ঘুন
কুলাঙ্গার পুত্রের হাতে খুন।
পিতার রক্ত মাতার রক্ত
রক্তে ঢাকে মেহেদী লাল,
পোড়ল বাঙালির কপাল
বিশ্ববাসী ঘৃণায় দিল গাল।

সোনার ডিম পাড়া রাজহাঁস
হত্যায় নেমে এলো সর্বনাশ।
সোনার ডিমের খোঁজে সবাই
আজ দিগ্বিদিক ছুটে বেড়াই!
স্বাধীনতা খুজি শান্তি খুজি
আপন ভালো বেশতো বুঝি!

মীর জাফরের উত্তরসূরী
বাঙালি সমাজে ভুড়িভুড়ি।
ঘসেটি বেগমের ছলচাতুরী
রূপ লভিছে আজ মহামারি।
কম্পিত বঙ্গ, রক্তের অভিশাপ
এ আমাদের পিতৃহত্যার পাপ।

রচনাকাল: ১৩ আগস্ট ২০২০ইং
খিলবাড়ির টেক, ঢাকা।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি