রবিবার সকাল ৭:০১, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

হিজরী নববর্ষের শুভেচ্ছা জানানোর শরয়ী বিধান

৫১৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

হিজরী সনের প্রথম মাস হচ্ছে মহররম। শেষ মাস হচ্ছে জিলহজ্ব। হিজরী সনের প্রবর্তক হচ্ছেন আমিরুল মুমিনীন হযরত ওমর রা.।
হিজরতের সতের বছর পর থেকে হিজরী সনের গনন শুরু হয়।

মুসলমানদের ইবাদত চন্দ্রাবর্ষের তারিখের সাথে সম্পৃক্ত। যেমন হজ্ব,ঈদুল ফিতর,ঈদুল আযহা ও রোজা ইত্যাদি। আরবী মাসের তারিখের হিসেব রাখা ফরযে কিফায়াহ। তাই মুসলমানদের আরবী মাসের হিসেবকে প্রথমে রেখে অন্যান্য তারিখ অনুগামী হিসেবে রাখা উচিত।

সুতরাং ইংরেজি নববর্ষের মত প্রচলিত প্রথা না মনে করে কোন ব্যক্তি যদি আরবী মাসের গুরুত্ব ও তাৎপর্য বুঝানোর লক্ষ্যে হিজরী নববর্ষের শুভেচ্ছা জানায় তাহলে কোনো সমস্যা নেই।জানানোর সুযোগ রয়েছে।
——–
দেখুন
১.
عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: اَللّٰهُمَّ أَهِلَّه عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّىْ وَرَبُّكَ اللّٰهُ.
তালহা ইবনু ‘উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন,
اَللّٰهُمَّ أَهِلَّه عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّىْ وَرَبُّكَ اللّٰهُ.
জামে তিরমিজি হাদিস নং ৩৪৫১
মুসনাদে আহমদ হাদিস নং ১৩৯৭
সুনানে দারিমী হাদিস নং ১৭৩০.
২.কিতাবুন নাওয়াযেল – ১৭.২৪৫
———————–
আব্দুল্লাহ ইদরীস
জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি