শনিবার রাত ১১:১২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

কুলাউড়ায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪৯৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ড্রাইভিং লাইসেন্স না থাকায়, যানবাহনে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাফেরা  করায়  সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় এর সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে এক জনকে ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনসহ মোট ৬ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও  করোনা বিষয়ক জনসচেতনতা মূলক কার্যক্রম  এর অংশ হিসেবে ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি