সোমবার রাত ১২:৫৭, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই নভেম্বর, ২০২৪ ইং

ভোগ দখলে বিলুপ্ত হচ্ছে কাইতলার ঐতিহাসিক জমিদার বাড়ি

৯২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রহস্যময়ী কাইতলা জমিদার বাড়ি আজ বিধ্বস্ত বিপর্যস্ত। বিলাসিনী তার আলো ঝলমলে রূপের সাথে হারিয়েছে গৌরবও। বিশ্বাস করতে একটু ভাবতে হয়, একসময় সেই দু’শ বছর পূর্বে ত্রিপুরা রাজার আমলে (অবিভক্ত ভারত শাসনামলে) এটি ছিল ত্রিপুরা রাজ্যের একটি পূর্ণাঙ্গ জমিদার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিশাল আয়তনের উপর প্রতিষ্ঠিত কাইতলার প্রাণ কেন্দ্রে ছিল সেই জমিদারের প্রাসাদ।

ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের অধীন বৃহত্তর কুমিল্লার শাসক ছিলেন ত্রিপুরার রাজা বিরেন্দ্র কিশোর মানিক্য। ১৩১৯ সাল থেকে ১৬৬৬ পর্যন্ত ২৪ জন রাজা বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়ীয়া শাসন করেন। সেসব রাজাদের অধীনেই ছিলেন জমিদাররা। আর তাদের অধীনে ছিলেন তালুকদাররা।

জমিদারের এ বাড়ি বর্তমানে এলাকাবাসীর কাছে ঐতিহাসিক ‘বড় বাড়ি’ নামে পরিচিত। ” কিন্তু ভোগদখলে দিন দিন বিলুপ্ত হচ্ছে নবীনগর থানার সেই ‘কাইতলা জমিদার বাড়ি’।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি