রবিবার সকাল ৯:৩১, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

পীরগঞ্জে বৈরচুনা ইউনিয়নের আরিফুলকে ব্লেড দিয়ে আহত করে আশরাফুল

৫৪১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১ নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে আশরাফুলের ধারালো ব্লেডের আঘাতে একই গ্রামের আজাহারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফ চরমভাবে আহত হয়।

এ বিষয়ে আরিফুলের সাথে সাংবাদিকের কথা হলে আরিফুল বলেন আশরাফুল তাকে দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসেন। হুমকি তে আরিফুলকে বলেন কি খাবে খেয়ে নাও তুমি বাঁচবি না, যখন যেখানে পাবো সেখানেই তোকে মেরে ফেলব।

এছাড়াও অনেক হুমকি দিয়ে আসেন আশরাফুল এরই এক পূর্ব পরিকল্পিত জেরে গত ৬ জুলাই সোমবার বিকেলে আশরাফুল মোবাইল ফোনে আরিফুলকে বৈরচুনা বাজারে ডেকে নিয়ে বিভিন্ন হুমকির মধ্যে হত্যার উদ্দেশ্যে আশরাফুল তার হাতে রাখা ধারালো ব্লেড দিয়ে আরিফুলের শরীরের বিভিন্ন স্থানে কেটে দিয়ে গুরুতর আহত করেন।সে সময় বৈরচুনা বাজারের লোকজন রক্তাক্ত হতে দেখলে এগিয়ে আসে আরিফ কে উদ্ধার করে দিনাজপুরে সুচিকিৎসার জন্য নিয়ে যান,পরে এলাকাবাসীর লোকজন আশরাফুল কে ১১ নং বৈরচুনা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হলে একজন গণ্য মান্য ব্যাক্তির নালিশের ছেড়ে দেওয়া হয়।

সরেজমিনকালে দেখা যায় আরিফুলের গালের উপর, কানে,ও পিঠে ব্লেড দিয়ে কাটার সেলাই রয়েছে এবং আরিফুলের পিঠ সহ বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কাটার চিহ্ন পাওয়া যায়।

এই ঘটনার প্রেক্ষিতে আরিফুল গণমাধ্যম কে জানান আমি এক জন সহজ সরল স্বভাবের ছেলে আমাকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে আহত করায় আশরাফুলের আইন গত ব্যবস্থা সহ সুষ্ঠু বিচারের দাবি জানান।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি